প্রকাশিত: Sun, May 7, 2023 2:07 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM

নির্বাচনে অংশ নিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানাবো: কাদের

জাফর খান: এই ব্যাপারে কোনো কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় কাদের বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার। এ ক্ষেত্রে সরকারের দয়ার কোনো বিষয় নেই। যমুনা টিভি

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবীর বিষয়ে রোববার বনানীর সেতু ভবনে আয়োজিত বোর্ড সভা শেষে এক সভায় এমন মন্তব্য করেন তিনি। 

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার হয়েছিল। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানোর পাশাপাশি একটি বিরোধী অবস্থানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল। 

তিনি বলেন,বিএনপিকে নির্বাচনে জেতানোর নিশ্চয়তা দিতে পারবে, এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তারা।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশ্বের কোনো দেশের পক্ষ থেকেই এখনও কোনো চাপ নেই। তবে বন্ধু দেশ হিসেবে সকলেই দেশে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। 

আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি বিলুপ্ত হয়েছে উল্লেখ করে বলেন, এই ব্যবস্থা ফেরত  আর কোনো সম্ভাবনা নেই।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্যে আইন করে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা করতে আইন পাস করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন। বাংলা নিউজ২৪

ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে মন্তব্য করে তিনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও পারফেক্ট (শুদ্ধ) হবে, ত্রুটিমুক্ত হবে। সম্পাদনা: তারিক আল বান্না